শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

টঙ্গীতে রমরমা মাদক বিক্রি

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে রমরমা মাদক বিক্রি

গাজীপুরের টঙ্গীতে বেড়েছে মাদক বিক্রি। দেশের বিভিন্ন জেলা থেকে কোটি কোটি টাকার মাদকের চালান এখানে আসছে ট্রেনসহ বিভিন্ন উপায়ে। কৌশলে পৌঁছে দেওয়া হচ্ছে পাইকারি ও খুচরা বিক্রেতাদের হাতে। কক্সবাজার ও টেকনাফ থেকে ৮০ টাকায় কেনা ইয়াবা টঙ্গীতে এলেই হয়ে যায় ২৫০-৩০০। টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে প্রায় হচ্ছে সংঘর্ষ।  সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীতে হাত বাড়ালেই মিলছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভন্ন ধরনের মাদক। সব বয়সি মানুষের হাতে পৌঁছে যাচ্ছে এ মরণনেশা। টঙ্গীর মাদক স্পটের মধ্যে অন্যতম নতুন বাজার ব্যাংকের মাঠ বস্তি, কেরানির টেক বস্তি, আমতলি, গোপালপুর, পাগাড়, আরিচপুর, টঙ্গী বাজার হাজী মাজার বস্তি, সান্দার পাড়া, এরশাদ নগরবস্তি, মিল গেট বস্তি। টঙ্গী পূর্ব থানার ওসি এস এম মানুনুর রশীদ জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় আনা হবে গডফাদারদের। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর