বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

১৯ স্কুলের শিক্ষককে কৈফিয়ত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান-সহকারী শিক্ষকদের কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা শিক্ষা বিভাগ। গত সোমবার চিঠি পাঠিয়ে তাদের কৈফিয়ত তলব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া। ‘কুলাউড়ায় নিয়ম মানেন না শিক্ষকরা’ শিরোনামে ৬ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশ হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা ও উপজেলায় শুরু হয় তোলপাড়। কৈফিয়ত তলবের চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্প্রতি উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। ১৯টি বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির ঘাটতি ও শ্রেণিকক্ষে পাঠদান না করাসহ বিভিন্ন অনিয়ম পান তারা। আরও বলা হয়, ১০ ও ১৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর