বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বন্যার্তদের ত্রাণ সেনাবাহিনীর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে ১ হাজার ৩০০ জন বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। উপজেলার মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল এ ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। সেনাবাহিনীর-১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়ার লে. কর্নেল হাসান হাফিজুল হকের উপস্থিতিতে সেনাবাহিনীর অর্থায়নে বানভাসি ১ হাজার ২০০ জনের মধ্যে শুকনো রেশনের প্যাকেট এবং ১০০ জনকে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- মেজর তাওসীফ, ক্যাপ্টেন নাহিয়ান ও সেনাবাহিনীর নারী স্বাস্থ্য সহকারীরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর