১৪ অক্টোবর, ২০১৭ ১৬:৪৬

রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে দুই বোন নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে দুই বোন নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরও চারজন। 

শনিবার রাত ১টার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের 'ডি' ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাখাইন রাজ্যের মুহাম্মদ ছিদ্দিকের মেয়ে রুবিনা আকতার ও সাবেকুন নাহার সাবুকা। আহত হয়েছেন মুহাম্মদ ছিদ্দিক, তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫) ও দুই ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাবা মুহাম্মদ ছিদ্দিক জানান, শরণার্থী শিবিরের 'ডি' ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্যহাতি এই হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই তার দুই মেয় নিহত হয়।

লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর