‘ধর্ষণ মহাব্যাধি, মৃত্যুদন্ডে রচিত হোক ধর্ষকের সমাধি’ এই শ্লোগোনে নোয়াখালীতে বিভিন্ন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রবিবার সকালে নোয়াখালী পেইজের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মাইজদীতে টাউন হলের মোড়ে এই কর্মসূচি পালন করে।
মানবন্ধন ও সমাবেশ থেকে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ধর্ষণ মামলার রায় দ্রুত সম্পাদনের দাবি জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর