স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের কাছ থেকে অর্থ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের অবকাঠামো উন্নয়ন যন্ত্রাংশের জন্য সরকারের পক্ষ থেকে ৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
সরকারের পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমাজের বৃত্তবান মানুষেদেরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
মঙ্গলবার বেলা ১১টায় ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ডায়াবেটিস হাসপাতাল চত্বরে উন্নয়নমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ইকরামুল হক এর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, হাসপাতালের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম প্রমুখ।
পরে তিনি বিকেল ৩টায় রাণীশংকৈল উপজেলায় ওয়ার্কাস পার্টির জনসভায় যোগ দেন।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৮/মাহবুব