নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। আজ সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর শহরের কান্দিভিটাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির নেতৃত্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণসহ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
বক্তারা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মেহেরপুর জেলার মুজিবনগরের আম্লকাননে প্রথম সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেন।
এদিকে নাটোর সদর উপজেলা ফুলবাগান সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধার”৭১-এ উদ্দেগ্যে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, একমিনিট নিরবতা পালন,বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার