২৩ এপ্রিল, ২০১৮ ১৭:০৩

রাজশাহীতে ‘আনসার আল ইসলাম’র ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে ‘আনসার আল ইসলাম’র ৩ সদস্য গ্রেফতার

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার গভীর রাতে নগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করে র‌্যাব-৫ এর সদস্যরা। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়ার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), জামিরা গ্রামের আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাস আলীর চেলে জাহাঙ্গীর আলম (৩৬)। তাদের নিকট থেকে ৫টি উগ্রবাদী জিহাদী বই, তিনটি লিফলেট, চারটি মোবাইল সেট, ৬টি সিমকার্ড ও দুইটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় তারা সংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিল। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। 
পরে তার দেয়া তথ্যে রাত ৩ টার দিকে জামিরা গ্রামে অভিযান চালিয়ে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর