৩০ জুন, ২০২৪ ২১:৪১

বাগেরহাটে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা-নিম্নাঞ্চল

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে ভারী বর্ষণে ডুবে গেছে রাস্তা-নিম্নাঞ্চল

বাগেরহাটে দিনভর (রবিবার) একটানা ভারী বর্ষণে ডুবে গেছে জেলা সদরের রাস্তাঘাটসহ নিম্নাঞ্চল। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মোংলা আবহাওয়া অফিস। মোংলা বন্দরে জারি করা হয়েছে ৩ নং সতর্ক সংকেত। 

টানা বর্ষণে বাগেরহাটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি হাটু পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। অবিরাম বৃষ্টিতে বিপাকে পড়েছে স্থানীয়রা, দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবের কারনে আরো কয়েক দিন ভারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহওয়াবিদ হারুন অর রশিদ।

বাগেরহাট শহরের প্রধান বাজার, শালতলা মোড়, সাধানার মোড়, রাহাতের মোড়, কাজি নজরুল ইসলাম রোড়, মিঠাপুর পাড়, পুবারত বাজার, পোষ্ট অফিস মোড়সহ প্রধান প্রধান সড়কে বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ভারি বষণে শহরের অধিকাংশ এলাকার বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে ড্রেনেজ ব্যবস্থা অপযার্প্ত থাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর