৩০ জুন, ২০২৪ ২১:৪৮

এইচএসসি পরীক্ষা; বগুড়ায় প্রথম দিনেই ৩৪০ জন অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এইচএসসি পরীক্ষা; বগুড়ায় প্রথম দিনেই ৩৪০ জন অনুপস্থিত

বগুড়ায় এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৩৪০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরির শিক্ষার্থীর সংখ্যাই বেশি। রবিবার সারদেশের ন্যায় বগুড়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় কোনো বহিস্কারের ঘটনা ঘটেনি। 

জানা গেছে, জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৪২জন। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ও অনিয়মিত মিলে ২৬ হাজার ৫৫২ জন, আলীমে ২ হাজার ৫২৮ এবং বাকি ৪ হাজার  ৮৬২ জন বিএমটি শাখায়। প্রথম দিনের পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে নিয়মিত ২৪ হাজার ৪৭২ জনের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার প্রথম দিনে ২০৬ জন অনুপস্থিত ছিলেন। আলীমে ২ হাজার ৪৮৭ জনের মধ্যে ৯২ জন এবং এইচএসসি বিএমটি শাখায় ৩ হাজার ৪২৮ জনের মধ্যে ৪২ জন অনুপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আরাফাত হোসেন জানান, বগুড়ায় প্রথম দিনে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর