৬ জুলাই, ২০২৪ ১৯:৫৬

স্কুল মাঠে ধান চাষ!

মাদারীপুর প্রতিনিধি

স্কুল মাঠে ধান চাষ!

ধানক্ষেতের বীজতলা

দিনভর যে স্কুল মাঠটিতে খেলায় মেতে থাকতো কোমলমতী শিশুরা, সেই স্কুল মাঠে বেড়া দিয়ে ধানক্ষেতের বীজ রোপণ করলেন স্কুলের সহকারী শিক্ষিকা ও তার স্বামী। শনিবার মাদারীপুরের ডাসার উপজেলার ১৪৭ নম্বর মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা গেছে ধানক্ষেতের বীজতলা রোপণ করার চিত্র।

সরেজমিন গিয়ে জানা গেছে, ওই স্কুলের সহকারী শিক্ষক রিনা বেগম ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুল মাঠজুড়ে বেড়া দিয়ে ধানক্ষেতের বীজ রোপণ করছেন। স্কুলমাঠে বেড়া দিয়ে ধানের বীজ তলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা এখন বন্ধ। শিক্ষার্থীদের খোলাধুলা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে শিশুরা। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে কোমলতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকার কাছে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন কবিরাজ বলেন, আমি স্কুলের মাঠে ধানের বীজ রোপণ করতে তাকে নিষেধ করেছিলাম, তিনি শোনেননি। তিনি বলছেন কিছু হলে আমি দেখবো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, স্কুলের খেলার মাঠে ধানের বীজ রোপণ করার কোনো অধিকার নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর