বরিশালের হিজলা উপজেলার দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়েছে।
আজ শনিবার হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এর আগে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে পুলিশ হিজলার পুরনো বাজারের লাল মিয়া ও কালাম মুন্সীর দোকান থেকে ৬ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উদ্ধার করা অবৈধ কারেন্ট জালের মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। উদ্ধার করা জাল নির্বাহী হাকিমের নির্দেশে পুড়িয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল