৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৪

গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য, বিশৃংখলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। মঙ্গলবার গাজীপুরের গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা গাছা, চান্দনা চৌরাস্তা ও টঙ্গীর বিভিন্ন কারখানা এলাকায় তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ কর্মীরা এসব অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

মহানগর বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মালেকের বাড়ী এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসন থানা মেট্রো থানা বিএনপির উদ্যোগে পৃথক আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এম মঞ্জুরুল করিম রনিসহ গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সুরুজ আহমেদ, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুব নেতা সুমন পালোয়ানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও লিলি ফুড মোড়ে টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময়  বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোফাজ্জল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহবায়ক ফয়েজ বিন প্রবাল, শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন প্রমুখ। 

এসব অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কর্মপরিবেশ নিয়ে কথা বলেন। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিএনপির এ ধরনের কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন মালিক শ্রমিকরা।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর