নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা পর বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা দিয়েছে চিকিৎসকরা। আজ
মঙ্গলবার বেলা ১০ টা থেকে চিকিৎসা সেবা দেয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা দেয়। সকাল আটটা থেকে টিকেট কাউন্টার খোলা হয়। কিন্তু চিকিৎসকরা বেলা ১০ টা থেকে চিকিৎসা সেবা শুরু করে।ঢাকায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাট ডাউন কর্মসুচী ঘোষণা করা হয়েছিল।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার স্বল্প পরিসরে সেবা চালু করা হয়ছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সকল সেবা চালু রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল