শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

রাজবাড়ীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ১৭ পরিবারকে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শহীদ ২ পরিবারকে ৪ লাখ টাকা এবং আহত ১৫ পরিবারকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলার শিল্পকলা একাডেমীতে মতবিনিময় অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অর্থ বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা জামায়াতে ইসলামীর রাজাবাড়ী জেলার সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব।

আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন উর রশিদ, ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মো. নুরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাফেজ হাসিবুল হাসানসহ ঢাকায় গুলিতে নিহত শহীদ পরিবারের সদস্যরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর