২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১০

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার

ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর পরিত্যক্ত ভবনের সামনে থেকে একটি অস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের গোডাউন কোয়ার্টার সংলগ্ন রেলওয়ে পিডব্লিউ অফিসের পরিত্যক্ত ভবনের সামনে থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ভবনের সামনে থেকে লুট হওয়া থানার অস্ত্র ও গুলি উদ্ধার করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর