৩ অক্টোবর, ২০২৪ ১৫:৩৬

পূজায় পঞ্চগড়ে বিএনপির সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী

পঞ্চগড় প্রতিনিধি

পূজায় পঞ্চগড়ে বিএনপির সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী

হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজা নির্বিঘ্ন এবং আনন্দপূর্ণ করে তুলতে পঞ্চগড়ের বোদায় ৯৩ এবং দেবীগঞ্জ উপজেলার ১১৬টি পূজা মন্ডপে বিএনপির প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী সেবামূলক কাজ করবে। এসব স্বেচ্ছাসেবী মন্ডপে আগত সকল মানুষকে নিজেদের দায়িত্বে নানা ধরনের সেবা প্রদান করবে। বোদা উপজেলা অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

তিনি আরও বলেন, বোদা উপজেলায় ১ হাজার ৭শ এবং দেবীগঞ্জ উপজেলায় ২ হাজার ৮শ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে মন্ডপ এবং হিন্দু ধর্মীয় ভাইবোনদের বাড়ি ঘর পাহাড়া দেবেন। এজন্য কাউকে কিছু দিতে হবে না। এ সময় বোদা উপজেলার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্ন প্রসাদ বর্মনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মোহব্বত প্রমুখ ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর