সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের সময় ইলিশ মাছসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। এসময় অলক মন্ডল (২২) নামে ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়েছে। আটককৃত ট্রাকচালক অলক মন্ডল হচ্ছে ভারতের পশ্চিমবাংলার মালদহ জেলার ইংরেজ বাজার থানার কাঞ্চনটার টিয়াকাঠি গ্রামের রনজিত মন্ডলের ছেলে।
সোমবার সকাল পৌণে ১০টার দিকে সোনামসজিদ আইসপি এলাকা থেকে ইলিশ মাছসহ ট্রাকটি জব্দ ও ভারতীয় ট্রাকচালকে আটক করেছে রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবির সদস্যরা।
রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা অধিক সতকর্তার সাথে দ্বায়িত্ব পালন করছিল। এরই ধারাবাহিতকায় সকাল পৌণে ১০টার দিকে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহে তল্লাশীর কার্যক্রম পরিচালনা করা হয়। একপর্যায়ে একটি ভারতীয় খালি ট্রাক বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশী করে একটি বক্সের ভেতর হতে ১৭.৬০০ কেজি ইলিশ মাছ উদ্ধারসহ করে। পরে ট্রাকটি জব্দসহ ভারতীয় ট্রাকচালক অলক মন্ডলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম