বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কালো ব্যাচ ধারন করে মৌন মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (৭ অক্টোবর) সকালে কলেজ ছাত্রদলের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল বের ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে তারা। পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সজিব মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, নোবেল প্রমুখ।উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরার ফাহাদকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরার বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। খুনীদের বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বিডি প্রতিদিন/জামশেদ