কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে মণ্ডপ পরিদর্শন করেছেন কুতুবদিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাদাত হোসেন ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইমাম মাহাদী। রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রশাসন কমিটির সাথে পূজার প্রস্তুতি ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পূজা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হবে বলে পূজা উদযাপন কমিটিকে আশ্বাস করেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাদাত হোসেন।
এ সময় লেফটেন্যান্ট কমান্ডার ইমাম মেহেদী, কুতুবদিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল আহমেদ, কুতুবদিয়ার আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন ফারুকী, কুতুবদিয়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ দাশ, সদস্য সচিব রণজিৎ কুমার দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।এবার উপজেলায় ১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সদস্য ডা. ধীমান শীল।
পূজা যেন নিবিঘ্নে উদযাপন করা যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।
বিডি প্রতিদিন/জামশেদ