৯ অক্টোবর, ২০২৪ ১৫:৫৭

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে টানা ৫দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৩ অক্টোবর থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সব কার্যক্রম শুরু হবে বলে ভারতীয় পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে। তবে পূজার ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ বিবেচনায় থাকবে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি। 

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্ত্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর ও বাংলাদেশে ১৩ অক্টোবর টানা পাঁচদিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৩ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। বেনাপোল বন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এর প্রভাব বাজারে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীসহ বন্দর ব্যবহারকারীরা।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর