শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিজয় মহোৎসব

বিশ্বনাথ বিশ্বাস

সবুজ সোনার বাংলা আমার

ফসল ফলা মাটি,

বারো মাসে বিচিত্র রঙ

সাজে পরিপাটি।

ভিনদেশিরা তাই না দেখে

মারলো দেশে থাবা,

গর্জে তখন দামাল ছেলে

বানিয়ে দেয় হাবা।

ন'মাস যাবৎ যুদ্ধ চলে

পাকবাহিনীর সাথে

বুকের তাজা রক্ত ঝরে

নিদারুণ দিবা-রাতে।

অবশেষে যায় পালিয়ে

ভিনদেশিরা সব

লাল সবুজের পতাকায় হয়

বিজয় মহোৎসব।

সর্বশেষ খবর