শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ফারুক নওয়াজের ছড়া

গোলাপ তুমি ফোটো

গোলাপ তুমি ফুলের রানী, বাগান করো আলো

তোমায় রূপে বুলবুলিটার চোখ যেনো চমকালো।

বাংলাদেশে গোলাপ তুমি, ইরানে নারগিস...

সুগন্ধতে ভোমরা তোমার সুর তোলে ফিস ফিস।

নাম দিয়েছেন গুলেলালা কবি হাফিজ তোমার;

দেখতে তোমায় পায়নি আহা অন্ধ কবি হোমার!

তুমি যদি না হতে ফুল গাইতো না পিক বনে...

শালিকগুলো কিচিরমিচির করতো অকারণে।

জুঁই চামেলি হাস্নুহেনা দুঃখে যেতো ঝরে;

জানি না হায় বাগান তখন হাসতো কেমন করে?

গোলাপ তুমি গোলাপ আমার যে নামে যে ডাকুক

সুবাস এবং রূপটি তোমার ভুবন জুড়ে থাকুক।

বুলবুলিটার মধুর গানে নিত্য তুমি ফোটো;

সব ফুলেরা ঘুমাক তুমি সবার আগে ওঠো।

 

আমার মনের ইচ্ছাগুলো

আমার মনের ইচ্ছাগুলো করলে ঝিকিমিকি;

ইচ্ছে হলেই তখন আমি আমার মতো লিখি।

তোমার ইচ্ছে তোমার মতো আমার ইচ্ছে আমার;

তবুও তুমি পড়তে পারো আমার মনের গ্রামার।

ভাল্লাগলে লাগতে পারে, না লাগলে নয়;

এতে আমার নেই তো কোনো জয় বা পরাজয়।

আমার মনের ভাবনাগুলো করলে ঝিলিমিলি;

আঙুল দিয়ে কাটি তখন হরেক কথার বিলি।

সেই বিলিতে তোমার মনে আবেগ যদি জাগে...

হয়তো তখন একটুখানি আমার ভালো লাগে।

আমি লিখি আমার কথা, মন বলে যা তাই;

সেই কথাটি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

আমার মনের সঙ্গে যদি যায় কারো মন মিলে...

হয়তো তখন হংসমিথুন ভাসতে পারে ঝিলে...

হয়তো তখন সন্ধ্যাতারা হাসবে চাঁদের পাশে...

হয়তো তখন শিউলি ঝরে পড়তে পারে ঘাসে।

আমার মনের ভাবনা আমি ছড়াই লেখার মাঝে;

ভাববো সফল; অন্তরে তা কারোর যদি বাজে।

 

সর্বশেষ খবর