শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রিয় নদী এই নদী

উৎপল কান্তি বড়ুয়া

প্রিয় নদী জল বুকে ছল্ছল্ নাচ

প্রিয় নদী তার বুকে খেলা করে মাছ

প্রিয় নদী কল্কল্, মাতামাতি-বুলি

প্রিয় নদী এই নদী কর্ণফুলী।

 

প্রিয় নদী টল্মল্, বয় তার ধারা

প্রিয় নদী চঞ্চল আত্মহারা

প্রিয় নদী নিরবধি ঢেউয়ের তুলি

প্রিয় নদী এই নদী কর্ণফুলী।

 

প্রিয় নদী আঁকাবাঁকা নেই কোনো তুল

প্রিয় নদী থই থই দুই দুটি কূল

প্রিয় নদী চলে ধীর নায়ে পাল তুলি

প্রিয় নদী এই নদী কর্ণফুলী।

 

প্রিয় নদী প্রিয় খুব প্রিয় তার নাম

প্রিয় নদী, থামা নেই, চলা অবিরাম

প্রিয় নদী জলে তার ভাসে হাঁসগুলি

প্রিয় নদী এই নদী কর্ণফুলী।

 

প্রিয় নদী এই নদী সে আমার সই

তার দুটি হাত ধরে সামনে এগোই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর