শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ফাগুন

প্রসেনজিৎ প্রামাণিক

এই ফাগুনে চারিদিকে

হাজার ফুলের মেলা,

গাছে গাছে টাটকা রঙের

কচি পাতার খেলা।

তার সাথে কোকিল পাখির

মিষ্টি সুরের গান,

ঘাসের উপর শিশির কণায়

জুড়িয়ে যায় প্রাণ।

 

রাতের বেলা জোনাক পোকায়

তারার মেলা বসে,

মাঠে মাঠে সোনার ফসল

বুক ফুলিয়ে হাসে।

নতুন রূপে, নতুন সাজে,

ফাগুন এল সবার মাঝে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর