শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আমার গাঁ

আব্দুস সালাম

যখন তখন মন চলে যায় আমার সোনার গাঁয়ে

নীল আকাশটা সকল সময় ঘুমায় বটের ছায়ে

সজনে, কলার গাছে ঘেরা ঘরের চারিধার

সেগুনগাছে টিয়ের বাসা গলায় মতির হার।

 

আমার গাঁয়ের এপাশ ওপাশ সবুজ মাঠে ঘেরা

নানান গাছের শাখায় শাখায় ফুল পাখিদের ডেরা

শাপলা শালুক নেয় রে তুলে আমার গাঁয়ের মেয়ে

আদুল গায়ে মালা পরে নদীর ঘাটে নেয়ে।

 

ঠাণ্ডা হাওয়ায় প্রাণটা জুড়াই আমার সোনার গাঁয়ে

পরম সুখে ঘুম যে আসে বটবৃক্ষের ছায়ে

সবুজ শ্যামল নদে ঘেরা আমার প্রিয় গাঁ

যতই দেখি তবু আমার মন যে ভরে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর