শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অন্ধকারে

স.ম. শামসুল আলম

বিজলী বাতি নিভে গেল দপ করে

ভাবছি সে তো জ্বলবে না আর টপ করে

মোমবাতিটা আনতে গিয়ে খপ করে

পড়ে গেলাম পাকা মেঝেয় ধপ করে

 

কোমর ভেঙে উঠে আমি কাতরিয়ে

অন্ধকারে পাই না কিছুই হাতড়িয়ে

ঘরের ভিতর একলা আমি মোম খুঁজি

পাই না কোথাও তবু কি আর কম খুঁজি?

 

ঢাকনা কিসের পড়ল শুনি ঢপ করে

বিড়ালটা দুধ খাচ্ছে সপাসপ করে

আরশোলা কী ইঁদুর ছোটে দৌড়িয়ে

শব্দ ভীষণ— ঘরটা টিনের চৌরি-এ।

 

চালের উপর পড়ল কী যে ঝুপ করে!

অন্ধকারে থাকছি ভয়ে চুপ করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর