শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সময়ের ভাষা

সুমন বণিক

সময়ের ভাষা

পলাশের গায়ে রঙ লেগেছে

শিমুলের মুখে হাসি

বাংলা ভাষার রূপ দেখে তাই

সুখের সাগরে ভাসি।

 

রক্তে ভেজা বর্ণমালা

বিশ্ব করলো জয়

যাদের রক্তে রাঙ্গা একুশ

নেই যে তাদের ক্ষয়।

 

সেই চেতনা বুকে জ্বেলে

আগামীর পথে হাঁটি

বর্ণমালার রঙ ছড়াতে

দেশপ্রেমই যে ঘাঁটি।

 

মায়ের ভাষা প্রাণের ভাষা

বুকের মাঝে বাস

ভীন ভাষা যে আহার জোগায় 

জোগায় নাকো শ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর