শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
আমীরুল ইসলাম এর ছড়া

এদেশ মানে

এদেশ মানে শাপলা দোয়েল

নদীর কলতানে,

এদেশ মানে রবীন্দ্রনাথ

ফুল পাখিদের গানে।

 

এদেশ মানে আষাঢ় শ্রাবণ

বৃষ্টি ঝরা দিন,

এদেশ মানে জসীমউদ্দীন

জয়নুল আবেদিন।

 

এদেশ মানে বসন্তকাল

শিশুর মুখের হাসি।

এদেশ মানে বঙ্গবন্ধু

দেশকে ভালোবাসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর