শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

হাট্টিমাটিম সুরে

জোবায়ের মিলন

আমার খাতায়, খাতার পাতায়

শরৎ আঁকে ছবি

শরৎ দিনের সাদা ও নীল

ভালো লাগে সবই।

 

হঠাৎ আকাশ ঘন সাদা

যখন নামে ঢল

কী যে খুশি ঢেউ খেলে যায়

আনন্দে টলমল।

 

ইচ্ছে করে শরৎ দিয়ে

বানাই সুরের গাঁও

জমাট বাঁধা জল পুকুরে

ভাসাই ডিঙি নাও।

 

নায়ে চড়ে এপার ওপার

হারিয়ে যাই দূরে

শরৎ যেন গান গেয়ে যায়

হাট্টিমাটিম সুরে।

সর্বশেষ খবর