শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বকের জ্বর

এস এম নূরনবী সোহাগ

সাদা বকের জ্বর হয়েছে

বৃষ্টি জলে ভিজে।

মাছ ধরতে যায়নি দুদিন

যায়নি কোন কাজে।

মাছরাঙা ভাই দেখতে এলো

এক ঝুড়ি মাছ নিয়ে।

ক্ষুধার্ত বক দারুণ খুশি

সে মাছ মুখে দিয়ে।

অনাহারে ছিল যে বক

জ্বরের দুদিন ধরে।

মাছরাঙা ভাই না এলে আজ

সত্যি যেত মরে।

বাঁচল যে ভাই জীবন আমার

তোমার দয়ার ভরে।

তোমার এ ঋণ শুধবো বলো

আমি কেমন করে!

মাছরাঙা বেশ লজ্জা পেলো

কি যে বলেন ভাই

আপনি আমার প্রতিবেশী

 খোঁজ তো রাখা চাই।

সর্বশেষ খবর