শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
আনজীর লিটনের ছড়া

ট্রেন

ট্রেন

আমি যখন ট্রেনে চড়ে দাদুর বাড়ি যাই

ট্রেন আমাকে ছন্দ শেখায়

জানলা দিয়ে সবুজ দেখায়

মনের খাতা খুলে দিয়ে

ট্রেন আমাকে কাব্য লেখায়—

ঝকর ঝক

সাদা বক

গাছের সারি

দাদুর বাড়ি

নদীর ঘাট

খেলার মাঠ

ঝকর ঝক ঝকর ঝক

ঝকর ঝক ঝকর ঝক

পু-উ-উ-ম

হুইসেলে পাই

খুশির ধুম

ঝকর ঝক ঝকর ঝক

ঝকর ঝক ঝকর ঝক

তিন তিন

তিন তিন

দুই দুই

দুই দুই

এক এক

এক এক-

মনের খাতায় যা যা আঁকা

সবই যেন ছন্দমাখা।

 

তোমার যদি ইচ্ছে করে ট্রেনে চড়ে আজই দেখ

ঝকর ঝকর ছন্দে তুমি মনের কথা সবই লেখ

ঝকর ঝক ঝকর ঝক

ঝকর ঝক ঝকর ঝক...

সর্বশেষ খবর