শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সুখের খোঁজে

শামীম হাসনাইন

শহর জুড়ে দালানবাড়ি

গাছের সাথে দিচ্ছে আড়ি

ভাল্লাগেনা আমার এমন

মনটা করে কেমন কেমন

চায় সে ছুটে চলে যেতে গাঁয়

হাঁটতে সবুজ ঘাসের গালিচায়।

 

মনের মোহন বাঁশির সুরে

শহর ছেড়ে যাচ্ছি দূরে

সবুজ শ্যামল ছোট্ট গাঁয়

মেঘনা নদী ডাকছে আমায়

আমার সাথে যাবে কেউ?

হাত বাড়িয়ে ধরব ঢেউ!

 

ছোট্ট আমার গাঁয়ের বাড়ি

ঘিরে থাকে গাছের সারি

লাল ষাঁড়টা এলে তেড়ে

পালায় বাছুর গোয়াল ছেড়ে

পায়রা ডাকে বাকুম-বাক

গাছের ডালে ডাকে কাক।

 

সন্ধ্যে হলেই ঝাঁকে ঝাঁকে

গাছের ডালে ঝিঁঝিঁ ডাকে

তারার মত জোনাক জ্বলে

চাঁদটা ভাসে আকাশ তলে

হাসনাহেনার সুবাস কাড়ে মন

মনগহিনে সুখের আলোড়ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর