শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রাণের স্বাধীনতা

সা’দ সাইফ

একাত্তরের মার্চ মাসে

উত্তাল হলো দেশ,

পাকসেনারা করল ধারণ

হায়েনাদের বেশ।

 

মুক্তিসেনা বীর-বাঙালি

রাখল জীবন বাজি,

দেশটাকে তাই করতে স্বাধীন

হলো শহীদ-গাজী।

 

লাখো লাখো বীর সেনানির

চিন্তায় দেশের কথা,

তাঁদের ত্যাগে আমরা পেলাম

প্রাণের স্বাধীনতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর