শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সকালপুর

নাফে নজরুল

একটা পাখি খুব সকালে ডাকে

একলা একা গাছের শাখে শাখে

আঁধার ঠেলে ফুটছে আলো যেই

জানলা খুলে বাইরে তাকাতেই—

তখন আমার চোখ চলে যায় দূরে

মন চলে যায় একলা সকালপুরে!

 

ঘুমের চোখে বাইরে যখন হাঁটি

চোখের তারায় সকাল পরিপাটি!

 

সকাল মানে শান্ত শীতল

নীরব চারিদিক

পাখির ডাকে আঁধার গলে

সকাল আসে ঠিক।

সকাল মানে ফুল দোলানো

নাম না-জানা গাছের

গা এলিয়ে ভাসান দেওয়া

পুকুর ভরা মাছের।

সকাল মানে ঘুমঘুম চোখ

উঠতেই রোজ হবে

সকাল মানে শিক্ষা আমার

প্রতিদিন মক্তবে।

 

সকাল মানে, যে পাখিটা একলা ডেকে যায়

সেই পাখিটা হতেই আমি আছি অপেক্ষায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর