শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বোশেখের নিমন্ত্রণ

হালিম নজরুল

কোথায় গেছিস রংধনু রং চম্পাকলি জুঁই ,

আয় না কাছে লক্ষ্মী সোনা একটু তোকে ছুঁই।

কোন কারণে অভিমানে ছাড়লি মায়ার ঘর,

অন্যে যতই আসুক কাছে তুই কি হবি পর?

 

তোর পথেতে যতই আমি বিছাই বাঁধন কাঁটা,

কক্ষনো কি বন্ধ হবে এই পথে তোর হাঁটা?

আগমনীর মেলায় খুঁজি সংস্কৃতির ঘ্রাণ,

আকাশজুড়ে দেখতে ঘুড়ি উথলে ওঠে প্রাণ।

 

আয়রে বোশেখ মল বাজিয়ে বাঙালিদের ঘরে,

আসবি আবার বীণ বাজিয়ে একটি বছর পরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর