শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

জাদুর বাক্সে কী চায় শিপু?

নাইস নূর

জাদুর বাক্সে কী চায় শিপু?

‘শুনেছি জাদুর বাক্সে অনেক কিছু থাকে? সেখান থেকে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়।

কি???

আমি যা চাই তাই পাবো???

‘কি পাবো?’-কথাগুলো মনে মনে বলছে               

শিপু।     

অনেক দিন ধরে সে একটা জাদুর বাক্স খুঁজছে। কাউকে মনের কথা সে বলতে পারছে না।        

ক্লাস ওয়ানে পড়ে শিপু। একদিন ক্লাসে টিচারকে শিপু জিজ্ঞাসা করল,‘ম্যাম,আমার একটা জাদুর  বাক্স লাগবে। কোথায় পাব?

‘তোমার  হঠাৎ জাদুর বাক্স  কেন লাগবে?’

‘খুব দরকার। টিভিতে দেখেছি একজন জাদুকর জাদুর বাক্স থেকে সবার পছন্দ অনুযায়ী  অনেক উপহার বের করেছে।’

‘যে জাদু দেখিয়ে সবাইকে আনন্দ  দেয় তাঁকে জাদুশিল্পী বলে। বুঝেছো।’

‘আমিও আমার মাকে আনন্দ দিতে চাই। আমি খুশি থাকতে চাই।’

‘এ জন্য  জাদুর বাক্স কেন লাগবে?’ ম্যাডাম শিপুকে জিজ্ঞাসা করলো। শিপু সাথে সাথে উত্তর দিল,

‘লাগবে ম্যাম। আমি খুব চাই একটা  জাদুর বাক্স।’

‘ঠিক আছে, একদিন ক্লাস পার্টিতে আমি একজন জাদুশিল্পীকে ডাকব। তোমরা তাঁর কাছ থেকে জাদু দেখতে পাবে।’

এরপর শিপুসহ ক্লাসের সবাই একসঙ্গে বলে উঠল, কী মজা!

ক্লাস শেষে টিফিন পিরিয়ডে শিপুর বন্ধু আরিশ বলল, ‘জানো শিপু, আমি জাদুর বাক্স  সামনে পেলে একটা জিনিস চাইব।’

‘কী চাইবে?’

‘চাইব, একটা সুন্দর গাড়ি। সেই গাড়ি দিয়ে আমি প্রতিদিন খেলব। তুমি কি চাইবে?’

‘আমি বাবাকে চাইব।’

‘কেন, তোমার বাবা নেই?’

‘না, আমার মা আছে। সবাই বলে আমার বাবা         আমার জন্য চকলেট আনতে গেছে। একটু পরে চলে আসবে। কিন্তু কোনদিন বাবা আসেনি।’

‘আরিশ কিছুক্ষণ চুপ করে থাকল। মনে মনে আরিশ কী যেন ভাবলো। তারপর নিজেকে প্রশ্ন      করল, আমার বাবা প্রতিদিন আমাকে চকলেট দেয়। অনেক গাড়ি কিনে            দেয়। তারপরও আমি প্রতিদিন বাবার কাছে নতুন গাড়ির জন্য কান্নাকাটি করি অথচ শিপুর বাবা নেই। আমি আজ থেকে বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না।            কখনো না।’

পাঁচ বছর পরের কথা। শিপু এখন ফাইভে পড়ে। এখন সে অনেক কিছু বোঝে। তার বাবা যে মারা গেছে অনেক আগে? এটা শিপুর বুঝতে এখন কষ্ট হয় না। তারপরও শিপু স্বপ্ন দেখে একদিন তার বাবা সত্যি ফিরে আসবে। সঙ্গে নিয়ে আসবে অনেক চকলেট। বুকে জড়িয়ে ধরে বাবা বলবে, ‘শিপু, এটা তোমার জন্য এনেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর