শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বৃষ্টির ছড়া

মিজানুর রহমান

বৃষ্টির ছড়া

বৃষ্টি পড়ে সকাল দুপুর

পানিতে সব থৈ থৈ

বৃষ্টি পড়লে রাসত্মাঘাটে

উঠে আসে যে কৈ।

 

বৃষ্টি পড়ে বড় ফোটায়

ভরছে নদী নালা

দেশী মাছের চটচটি ভাই

খেতে দারম্নণ ভালা।

 

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে

কাজে কৃষাণ মাঠে

বৃষ্টির ছড়া পড়ছে খুকি

মন দিয়ে যে পাঠে।

 

বৃষ্টি হলে লেখালেখি

নানান রকম ছন্দ

বৃষ্টির ছড়া গান কবিতা

লাগে না যে মন্দ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর