শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাগলা ষাঁঢ়

আমির বিন সুলতান

পাগলা ষাঁঢ়

পাগলা ষাঁড়ে আসছে তেড়ে

কে আছিসরে ভাগরে ভাগ

ভোঁ-দৌড়ে আয় কদম ফেলে

মারবে ঢিশুম ভীষণ রাগ।

 

থুবড়ে পড়ে ছুটতে গিয়েই

পথের ধারে এক ঝিলে

টাকলু মামার কা- দেখেই

হাসছে খুকি খিল-খিলে।

 

টুকটুকে লাল যাচ্ছে বলদ

মাথায় খাড়া দু'টি শিং

ঝুন-ঝুনিতে বাজছে ধ্বনি

টুনটুনাটুন গলাই রিং।

 

পাগলা গরুর হাঁক শুনে জন

ভয়ে ফাঁকা রাস্তা-ঘাট

গঞ্জে বেচতে যাচ্ছে নাকি

বসেছে এক বিশাল হাট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর