শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কলম হাতে

নিলুফার জাহান

কলম হাতে লিখছে কবি

মানবতার গান

কাব্য সুধা ঢেলে দিয়ে

আনছে সুরের তান।

 

বাগান ভরা ফুলের মতো

সাজায় ডালা তার

পাখিরা সব উড়ে আসে

দেখছে বারে বার।

 

আকাশ পরী নামছে ধরায়

আঁচল ভরে সুখ

ভোরের আলো ফুটবে এবার

দূরে যাবে দুখ।

 

কবির সাথে সুর মিলিয়ে

হাসছে সুখে সব

মানবতার মুক্তি আনতে

করছে কলরব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর