ঘরে বাইরে বিটুল হাঁটে
ভেঁপু জুতা পায়ে,
মনের সুখে হেলেদুলেহাঁটে আদুল গায়ে।
শীতের কাপড় ছাড়া বিটুল
কাটায় মাঘের শীত,
শীতের সাথে লড়াই করে
বিটুলের হয় জিৎ।
বস্তির ঘরে জন্ম যে তার
বাবা রিকশাওয়ালা,
পেটে ক্ষুধার আগুন জ্বলে
মুখে হাসির ডালা।
মায়ে ভোগে নানান রোগে
প্রাণটা আসে যায়,
অনাহারে দিন সে কাটায়
ভেঁপু জুতা পায়।