শিরোনাম
শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা
ছড়া

ফলঅলা ও বানর

মাসুম আওয়াল

ফলঅলা ও বানর

এক দুই তিন চার এক দুই তিন,

আজ ছুটি গল্পের আসরের দিন।

দাদু খুলে বসলেন গল্পের ঝুলি,

দুই গালে হাত দিয়ে শুনি আর দুলি।

 

শোনো তবে এক ছিল দুঃখী ফলঅলা,

হাটে গিয়ে বেচত সে আম লিচু কলা।

ফলে মেডিসিন বলে কিনত না কেউ,

মনে তার বয়ে যেত কষ্টের ঢেউ।

 

একদিন ফলঅলা হাঁটছিল একা,

পথে ক’টা বানরের সঙ্গে হলো দেখা।

বানরের দলনেতা বলে ফলঅলা,

মনমরা কেন তুমি, যাবে ভাই বলা।

 

ফলঅলা সব কথা বলে মন খুলে,

বানরটা বলে ওহ্ যাও সব ভুলে।

এরপর খুব ভেবে কিছুদিন গেলে,

বানরের সাথে বসে ফলগুলো মেলে।

 

ফলঅলা লোক ডাকে, ‘ফল নেন সেরা

মেডিসিন দেয়া ফল খায় না তো এরা’।

এই সব দেখে লোকে ভিড় করে আর,

ফল কেনে খুশি মনে রোজ বার বার।

 

ফলঅলা হয়ে যায় কয়দিনে ধনী,

হয়ে যায় ক্রেতাদের দু’চোখের মনি।

বানরেরা রোজ রোজ ঘুরেফিরে আসে,

ফলঅলা বন্ধুকে তারা ভালোবাসে।

 

সবে মিলে ফলঅলা সুখে আছে বেশ,

দাদু বলে, শোনো বাছা গল্পটা শেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর