শিরোনাম
শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি

মাহমুদ সালিম

বৃষ্টি তুমি কই লুকালে

হারিয়ে গেলে কই

আসলে নেমে সোহাগ ভরে

পেতে নিতাম সই।

 

বৃষ্টি তোমার ছোঁয়া পেতে

বাড়িয়ে দিলাম হাত

কাছে পেলে কাটিয়ে দিতাম ভরদুপুর ও রাত।

 

বৃষ্টি তোমার ফোঁটায় এঁকে

দিতাম ফুলের ছবি

ফুলদানিতে রেখে দিতাম ভোরের রাঙা রবি।

 

বৃষ্টি তোমার রিমঝিমাঝিম

টাপুর টুপুর খেলা

বৃষ্টি এলেই খোকন সোনার

ভাসায় নায়ের ভেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর