শিরোনাম
শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

কাটছে আমার বেলা

নূর আলম গন্ধী

কাটছে আমার বেলা

রোজই আমার কাটছে বেলা

ভীষণ রকম চাপে

নেইকো সময় পেছন ফেরার

ব্যস্ত প্রতি ধাপে।

 

ইচ্ছেমাফিক চলছি না ভাই

অমন নিয়ম করে

বাবার আদেশ জিপিএ ফাইভ

রাখতে হবে ধরে।

 

কোচিং ইশকুল পড়ার টেবিল

গন্ডি এতখানি

নেই তো সুযোগ দেখার আমার

নদী, ঝরনার পানি।

 

বন্দী হয়ে আছি পড়ে

বইয়ের পাতায়, পাঠে

পারছি না তো ঘুরতে যাব

ধান কাউনের মাঠে।

 

ইচ্ছে জাগে যাই ছুটে যাই

ফুল পাখিদের মেলায়

ভাল্লাগে না ভাবি তা-ই

ফিরব কবে খেলায়?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর