শিরোনাম
শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

তথ্য কণা

তথ্য কণা

প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে, যা তার টিকে থাকার মূলশক্তি। এর মধ্যে এমন বৈশিষ্ট্যের প্রাণীও রয়েছে যা বিস্ময়ের জন্ম দেয়।

পিঁপড়া

♦ পিঁপড়াদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়। কারণ তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে বসবাস করে।

♦ এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক। তাদের কাজ কলোনির রানি ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা।

♦ পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য শক্তি। এরা নিজেদের ওজনের পাঁচ হাজার গুণ বেশি ওজন বহন করতে পারে।

♦ পিঁপড়ার ফুসফুস ও কান নেই। শরীরের দুই পাশের ছিদ্র দিয়ে তার শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে।

♦ তাদের পাকস্থলি দুটি। একটি খাবার খাওয়ার জন্য এবং অন্যটি দিয়ে খাবার জমানোর জন্য।

♦ পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য : তারা পেশায় কৃষক এবং পশু-পালনকারী। তারা তাদের চেয়ে ছোট পতঙ্গ অ্যাফিডসদের লালন-পালন করে থাকে।

♦ এরা নিজেদের ঘরে অ্যাফিডস বা জাবপোকাদের আশ্রয় দেয়, যেন তাদের প্রয়োজনে খেতে পারে আবার এই কীটগুলো পাতা থেকে যে হানিডিউ বের করে পিঁপড়া সেগুলোও খেতে পারে।

♦ বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা এক ট্রিলিয়নের বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁপড়ার ওজন সমান সমান।

তথ্যসূত্র : রকমারি ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর