শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিয়ালের বিয়ে

আলমামুন হোসেন

শিয়ালের বিয়ে

মজার একটা ঘটলো কাণ্ড

শিয়াল ছানার বিয়ে,

টোপর মাথায় ভাবছে বসে

কাকে যাবে নিয়ে!

 

বনের পশুর কানে গেলো

বিয়ে শিয়াল ছানার,

ছুটে এলো চতুর বানর

পিঠে চড়ে গাধার।

 

হাতি ঘোড়া সবাই এলো

ইঁদুর বিড়াল ছুঁচো,

সজারুটা দৌড়ে এলো

মাথা করে উঁচু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর