শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফাগুন এলে

কাব্য কবির

ফাগুন এলে লাল আগুনে

হাসে পলাশ বন,

টুনটুনিটা বেজায় খুশি

নাচে সারাক্ষণ।

 

শিমুল, অশোক, কৃষ্ণচূড়ায়

নাচে দোয়েল পাখি,

মিষ্টি সুরে কোকিল ডাকে

মনটা খুশি রাখি।

 

ফাগুন এলে সবার মনে

জাগে নতুন আশা,

সাজে ফাগুন ফুলে ফুলে

মনে ভালোবাসা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর