শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঈদের খুশি

রুমা আক্তার মুন্নি

ঈদের খুশি

ঈদের খুশি রাশি রাশি

হাসবে সবাই খুশির হাসি,

খাবে সেমাই পায়েস দিন

করবে সবাই আরাম আয়েশ।

নতুন জামা পরে বাবার হাতটি ধরে,

গাইবে ছোট্ট খুকি সুরে সুরে ঘুরে ঘুরে।

আসবে খুশির ঢল নেমে গরিব দুঃখী সবার ঘরে,

হাতটা যদি বাড়িয়ে দেই অনাহারীর দিকে রই,

ওদেরও ঈদ যাবে অনেক সুখে।

ঈদের খুশি রাশি রাশি বাজবে সুখের বাজনা বাঁশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর