শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চাঁদ দেখা

পৃথ্বীশ চক্রবর্ত্তী

চাঁদ দেখা

চাঁদ দেখা গেছে আজ

কাল হবে ঈদ!

তা ভেবে নাহাতের

চোখে নেই নিদ।

 

স্বপ্নে তার চোখ ভরা

গাল ভরা হাসি

পাবে কাল নানাবিধ

উপহার রাশি!

 

যাবে সে ছোট বোন

স্নেহাদের ঘরে

সেমাই আর পিঠা সে

খাবে পেট ভরে।

 

ঘুরবে সে সারা আর

তন্বীর সাথে

খেলনা কিনে দেবে

স্বচ্ছ’র হাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর