শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খোকার ঈদ

এম আর মাহফুজ

ঈদ এসেছে ঈদ এসেছে

বাজছে খুশির বিণ।

তাই তো খোকা, আনন্দে আজ

নাচছে তা ধিন ধিন।

 

ঈদের দিনে ঘুরবে খোকা

মন হবে রঙিন।

তাই তো খোকা, ঠিক করেছে

ঘুরবে সারা দিন।

 

পড়ার সময় পড়ছে খোকা,

পড়ছে দুই আর তিন।

তাই তো খোকা, গুনতে থাকে

ঈদের কতদিন?

 

ঈদ আনন্দে খোকাবাবু

গীত ধরেছে গীত।

আনন্দে আর উৎসবেতে

কাটবে খোকার ঈদ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর